খুলনা জেলা প্রতিনিধি:
গভীর নলকূপ বসানোর জন্য মাটি খুঁড়ে পাইপ ঢোকানোর পর সেখান থেকে উঠছে প্রাকৃতিক গ্যাস। খুলনা মহানগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা রোডের কাজী পাড়ার জাহাঙ্গীর রাজের বাড়িতে এ গ্যাস বের হচ্ছে। গত ১৫ দিন ধরে ওই গ্যাস দিয়ে অল্প পরিসরে রান্নাবান্না ও পানি গরমের কাজ করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্যাস দেখতে বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন রাজের বাড়িতে।
বাড়ির মালিক রাজ বলেন, ‘১৮ থেকে ২০ দিন আগে আমার বাড়িতে একটি ৮৭০ ফুট গভীর নলকূপ বসাই। প্রথম দিকে শো শো শব্দ হতে থাকে। সবাই বলে বায়োগ্যাস। ম্যাচ দিয়ে জ্বালিয়ে দেখি আগুন জ্বলে। এতে ভাত রান্না ও পানি গরম করা হচ্ছে। পরে দেখা গেল গ্যাস বের হচ্ছে। সোমবার ফায়ার সার্ভিস ও পুলিশ এসে গ্যাস বের হওয়ার বিষয়টি দেখে গেছে।
খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, ‘পাইপ থেকে গ্যাস উঠছে এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে পাইপের পাশ দিয়ে গ্যাস বের হচ্ছে। মাটি সরালে গ্যাসের চাপ বেশি হচ্ছে। প্রথমে ধারনা করা হয়েছিল টিউবওয়েলের পাইপ বসাতে কাঁচা গোবর দেওয়ার কারণে বায়োগ্যাস বের হচ্ছে। কিন্তু এখন সেখান থেকে প্রাকৃতিক গ্যাসের গন্ধ আসছে। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা প্রাকৃতিক গ্যাস। খনিজ বিষয়ে অভিজ্ঞরা জায়গাটি পরীক্ষা করে বিস্তারিত জানাতে পারবেন।’