নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয় তাহলে তাদের মূল্যায়ন থাকে না। সিদ্ধান্ত গ্রহণে তারা অংশগ্রহণ করতে পারে না। তাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে নারীর ক্ষমতায়ন হবে। নানা ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নারীরা শিক্ষিত হয়ে উঠলে তখন তারা নিজ উদ্যোগে নানা বিষয়ে কাজ করার সক্ষমতা অর্জন করবে। কারো উপর যেন নির্ভর করতে না হয় এমন প্রশিক্ষণ গ্রহণ করতে হবে নারীদের।
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে নারী ঐক্য পরিষদের আয়োজনে নারীর আত্মউন্নয়ন ও স্বনির্ভরকরণ কর্মসূচির আওতায় ১২ জন দুস্থ নারীদের প্রত্যেকের মাঝে ১টি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক।
দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সমাজসেবা অফিসার (রেজিঃ) মোছাঃ হাবিবা আখতার, নারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাহেদা আক্তার টাক্য, সাংগঠনিক সম্পাদক সাহানা ফেরদৌসী লাকী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নারী ঐক্য পরিষদের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমা।