ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: রাজধানীর উত্তরা বেগম জহুরা মার্কেট এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম।
হ্যান্ডসানিটাইজার, মাস্ক, চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে কারসাজি করার অপরাধে ১২টি প্রতিষ্ঠানকে মোট ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল।
অভিযানে ঢাকা মহানগরীর উত্তরার জহুরা মার্কেটের তাহসিন মেডিসিন হলকে মাস্ক, চাল, ডাল, হ্যান্ডসানিটাইজার, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করার অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা, মা জেনারেল ট্রেভিংকে ১০ হাজার টাকা, বরিশাল জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা, পাবনা জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, সিয়াম এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, ইমন এন্টারপ্রাইজকে ১০ হাজার, দিনাজপুর এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, জাহাঙ্গীর জেনারেল স্টোরকে ৩০ হাজার টাকা, তামান্না জেনারেল ষ্টোরকে ১০ হাজার টাকা, সিরাজগঞ্জ জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা এবং ৫ নম্বর সেক্টরের আল আমিন ফার্মাকে ১৫ হাজার টাকা ও ফাহিম ফার্মাকে ১০ হাজার টাকাসহ ১২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের প্রতিনিধি সহায়তা প্রদান করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।