নিজস্ব প্রতিবেদক
মেগাসিটিতে মেট্রোরেল, বাস ট্রানজিটের পাশাপাশি নৌপথ চালু করা গেলে ঢাকা শহরে আর যানজট থাকবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে আয়োজিত এমআরটি লাইন-৬ এর অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘মেট্রোরেলের মিরপুর ১০ অংশে দুটি লাইন যাচ্ছে। এখানে সিটি কর্পোরেশনের একটি জায়গা আছে, সেই জায়গায় ডিএনসিসির নিজস্ব উদ্যোগে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভলপমেন্টের কাজ করা হবে।’
রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ডিভিশনের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরির সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন এমওআর পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রওশন আরা মান্নান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ অন্যরা।
-এমআর