ঢাকা, ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আরেফিন ও আব্দুল জব্বার মণ্ডল আজ গুলশান-১ এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
আজকের তদারকি অভিযানে উঠে এসেছে বাজারের সুপরিচিত ব্র্যান্ড এলজি ও ওয়ালটনের ভোক্তা প্রতারণার ঘটনা। অধিদপ্তর সূত্রে জানা গেছে, যে কোন মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য অবশ্যই উল্লেখ রাখার বিধান থাকা সত্ত্বেও ওয়ালটনের ইস্ত্রি, বাল্ব, ফ্যানসহ অনেক পণ্যে খুচরা মূল্যের উল্লেখ নেই। এর অনৈতিক সুবিধা তাঁরা গ্রহণ করছে পুরোপুরি, একই পণ্য শোরুম ভেদে একেক মূল্যে বিক্রি হচ্ছে। যা আইনের পরিপন্থী। ফলে তাদের একেক শোরুমে ভিন্ন ভিন্ন দাম নিচ্ছে, ঠকছেন ক্রেতারা। এ অপরাধে ওয়ালটন এবং এলজি বাটারফ্লাইকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করার পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।