নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের ধর্মঘট নিরসনে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (০৮ নভেম্বর) রাত ৮টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।
তিনি বলেন, রাত ৮টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহণ যানবাহনের মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় ঢাকায় ফিরবেন বলেন জানান জনসংযোগ কর্মকর্তা ।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করে ডিজলের। এরপর ভাড়া বৃদ্ধির দাবিতে ৫ নভেম্বর থেকে বাস-ট্রাক এবং ৬ নভেম্বর থেকে লঞ্চ মালিকরা ধর্মঘটের ডাক দেয়।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান জানান, জ্বালানি তেলের দাম না কমলে ট্রাক চলবে না।