পাবনা, ১৬ সেপ্টেম্বর সোমবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়, আজ জেলার আটঘরিয়া উপজেলা বাজার এলাকায় বাজার তদারকি পরিচালনা করেন। এসময় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় । পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে মেসার্স বিসমিল্লাহ সুইটসকে ৪,০০০ টাকা, ধারা ৫১ অনুসারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার দায়ে মেসার্স জয়া ফার্মেসীকে ৩,৫০০ টাকা এবং ধারা ৪৬ অনুসারে ওজনে কারচুপির দায়ে মেসার্স রুনা হোটেলকে ২,০০০ টাকা আরোপ ও আদায় করেন।
এছাড়াও বাজার তদারকি অভিযান পরিচালনা কালে ভোক্তা এবং ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে অনুরোধ করা হয়। আজকের তদারকি অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা করেন আটঘরিয়া থানার পুলিশের একটি টিম এবং আটঘরিয়া উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর জনাব মোঃ আব্দুল মজিদ।