রাজধানীর কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখানের মাওয়া রোডের দু’টি পেট্রল পাম্পকে তেল পরিমাপে কারচুপি করায়দুই লাখ টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত ।
ডিএমপি পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করে।
সিরাজদিখানের মাওয়া রোডে তালুকদার ফিলিং স্টেশন-১ এ তেল পরিমাপে কারচুপি করা হতো। পেট্রল পাম্পটি প্রতি ১০ লিটার ডিজেলে ৮৬০ মিলিলিটার এবং পেট্রল ইউনিটে ২৮০ মিলিলিটার কম দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ জন্য পেট্রল পাম্পটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং মাওয়া রোডের তেঘরিয়া এলাকায় মেহেরা ফিলিং স্টেশনের পেট্রল ইউনিটে প্রতি ১০ লিটারে ৪২০ মিলিলিটার ও ডিজেল ইউনিটে ১৪০ মিলিলিটার কম দেয়া হতো। এ জন্য তাদেরও এক লখ টাকা জরিমানা করা হয় বলে জানান, বিএসটিআই।
অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মেট্রোলজি বিভাগের পরিদর্শক সোহাগ হায়দার ও রুবিনা আখতার উপস্থিত ছিলেন।