পিরোজপুর, ২২ অক্টোবর মঙ্গলবারঃ আজ জাতীয় ভোক্তা অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে কাউখালী বাজারে পরিচালিত এক বাজার তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে মাধব মলঙ্গির ঘোল মুড়ির দোকান কে ১,৫০০, পণ্যের মোড়কে (চানাচুর) সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় এস, এস কেমিক্যাল এন্ড কনজুমার্স প্রোডাক্টস কে ৮,০০০ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও বিক্রয়ের প্রস্তাব করায় হোটেল সোহাগকে ২,০০০ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর একাধিক ধারা অনুসারে জরিমানা করা হয়। বাজার তদারকি চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান কে সতর্ক করা হয়।
অভিযান শেষে কাউখালী বাজারের ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ওপর একটি সচেতনতামূলক আলোচনা সভা করা হয় এবং এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন জনাব লুৎফুল হোসেন খান ও কাউখালী থানা পুলিশ সদস্যরা।