ঢাকা, ২৭ আগস্ট মঙ্গলবারঃ গত জুন মাস থেকে চলতি আগস্ট পর্যন্ত বাজারের ১৫৪টি পণ্য পরীক্ষা করে ১৩টি নিম্নমানের পণ্য পাওয়ায় এসবের সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ মঙ্গলবার দুপুরে হাইকোর্টে জমা দেয়া প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। পরে এ সংক্রান্ত শুনানিতে পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।একইসাথে গণমাধ্যমে দেওয়া সতর্কীকরণ বিজ্ঞপ্তিও সংযুক্ত করেছে সংস্থাটি।
১৩টি নিম্নমাণের পণ্যে হলো
১. ফার্ম ফ্রেশের ঘি
২.ফর্টিফাইড সয়াবিন ওয়েল (সেফ)
৩. ফর্টিফাইড সয়াবিন তেল (কিচেন)
৪. মদিনা লাচ্ছা সেমাই
৫.আয়োডিন যুক্ত লবন (উট)
৬. আয়োডিন যুক্ত লবন (নজরুল)
৭. মডার্ন স্কিন ক্রিম
৮. জিএম স্কিন ক্রিম
৯. এরাবিয়ান স্পেশাল ঘি
১০. রেভেন লাচ্ছা সেমাই
১১.খাজানা লাচ্ছা সেমাই
১২.খাজানা ঘি
এবং ১৩.খাজানা চানাচুর।
বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুনভাবে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের উক্ত পণ্যগুলো বিক্রি-বিতরণ, সংরক্ষণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। একইসঙ্গে বাজার থেকে এসব পণ্য প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হলো এবং ভোক্তা সাধারণকে উক্ত পণ্যগুলো ক্রয় হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।