ভোক্তাকন্ঠ ডেস্ক: প্রতিদিনের মতো আজও রাজধানীর পুরান ঢাকার অলিগলি আর প্রধান সড়কগুলোতে সকাল থেকেই ছিল তীব্র যানজট। আর এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের। যানজটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে আসতে অনেককেই বেগ পেতে হয়েছে। ২০০ নম্বরের দুই ঘণ্টার পরীক্ষা শুক্রবার (২৭ মে) দুপুর ১২টায় শেষ হওয়ার পরও যানজটের চিত্র ছিল একই।
তীব্র গরম, পথচারী ও যানবাহনের ভিড় উপেক্ষা করে কেন্দ্রে যেতে হয়েছে পরীক্ষার্থীদের। ভোগান্তির শিকার হয়েছেন সঙ্গে আসা অভিভাবকেরাও। এদিন রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, পোগজ ল্যাবরেটরি হাইস্কুলে ৪৪তম বিসিএসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন বিসিএস পরীক্ষা ঘিরে সকাল থেকে পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা চোখে পড়ে।
কোতয়ালি থানা পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হোসেন বলেন, পরীক্ষার্থীদের যেন যানজটের ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য আমাদের টিম সকার থেকে কাজ করেছে।