মহানগর: রাজধানীতে কয়েকটি এলাকায় আজও ছিল তীব্র গ্যাস সঙ্কট। নগরবাসীর এ ভোগান্তি দ্বিতীয় দিনে গড়িয়েছে। এ সঙ্কট কালও অর্ধেকদিন থাকবে। রাস্তা সংস্কার কাজ করতে গিয়ে লাইন ফুটো হওয়ায় মঙ্গলবার দিনভর ঢাকার একটা বড় অংশজুড়ে গ্যাস সংকট ছিল। এতে পুরো রাজধানীতে গ্যাসের সরবরাহ কমে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আমিনবাজার এলাকায় তিতাস গ্যাস বিতরণ কোম্পানির পাইপলাইনে ছিদ্র মেরামতে দেরি হওয়ায় কিছু এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত গ্যাসের সরবরাহ কম থাকতে পারে।
কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর, আদাবর, গ্রিন রোড, কলাবাগান, ধানমণ্ডিসহ বেশ কিছু এলাকায় গ্যাস সংকটের কারণে নগরবাসীর দুর্ভোগ দেখা গেছে। কিছু কিছু এলাকায় অনেকেই বিদ্যুতে রান্না করেছেন। অনেক জায়গাতেই রাত পর্যন্ত গ্যাস সংযোগ স্বাভাবিক হয়নি।
তিতাসের জনসংযোগ শাখার পরিচালক মির্জা মাহবুব হোসেন জানান, আমিনবাজারের একটি লাইন বন্ধ থাকলেও বিকল্প লাইন দিয়ে বেশি পরিমাণে গ্যাস সরবরাহ করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
সূত্র: সমকাল