কাল শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। এবারের মেলায় দর্শনার্থীদের মেলায় প্রবেশের প্রধান শর্ত মাস্ক পরা। পাশাপাশি তিন স্তরের নিরাপত্তাবেস্টুনি ভেদ করে মেলার ভেতরে ঢুকতে পারবে। করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি থাকবে। মহামারি করোনার কারণে অমর একুশে গ্রন্থমেলা বিলম্বে শুরু হচ্ছে।
বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কাল গ্রন্থমেলার পর্দা উঠছে। ঢাকা মহানগর পুলিশ বলছে, মেলায় দোকানদার-দর্শনার্থী সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘আমরা একটি ভিন্ন সময়ে গ্রন্থমেলা শুরু করছি। প্রতি বছর আমাদের যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, এবার তার সঙ্গে করোনা পরিস্থিতি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
ভিড় এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক ও বাংলা একাডেমির বিপরীত পাশ দিয়ে আরও দুটি করে প্রবেশ ও বের হওয়ার পথ থাকবে এবার। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘আপনারা জানেন, রাস্তাঘাটে উন্নয়নমূলক কাজ চলছে, এজন্য অতিরিক্ত গেট রাখা হয়েছে। এবার কিছু কিছু নিরাপত্তার কাঠামো পরিবর্তন করা হয়েছে। আমাদের মোবাইল পেট্রোল থাকবে, ফুট পেট্রোল থাকবে।’
স্বাধীনতার পাঁচটি দশককে পাঁচটি আঙ্গিকে উপস্থাপন করা হবে মেলায়; যাতে গ্রন্থমেলায় এসে দর্শনার্থীরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুভূতিও উপলব্ধি করতে পারেন। এছাড়া স্বাধীনতা স্তম্ভের চারদিকে বর্ণমালা দিয়ে নির্মাণ করা হবে হরফ স্থাপনা।
সূত্র: শেয়ার বিজ, খাইরুল