জেলা প্রতিনিধি, বগুড়া
বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি বিধি উপেক্ষা করে প্লাস্টিকের বস্তা ও গুদামে চাল মজুত করার দায়ে দুই চালকল মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মাহবুবা হক।
শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদমদীঘির সান্তাহার এলাকার অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রাব্বানী।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক বিষয়টি নিশ্চিত করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি বিধি মোতাবেক ধান-চাল প্যাকেজাত করতে পাটজাতের বস্তা ব্যবহার বাধ্যতামূলক থাকা সত্বেও তা উপেক্ষা করে প্লাষ্ট্রিক বস্তা ব্যবহার করার অপরাধে সান্তাহার কলাবাগান এলাকার পাঁচ ভাই চালকলের মালিকের ২০ হাজার টাকা এবং শান্ত-মোবারক চালকলের গুদামে অতিরিক্ত চাল মজুতের অপরাধে ওই মিল মালিকের ১ লাখ টাকা জরিমানা করা হয়।