১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ জন্মবার্ষিকী ছিল। যশোরের পাঁচটি স্থানে ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী খাদ্যদ্রব্য বিতরণী উৎসবের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে ৫০৫ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন । ২২ মার্চ মণিরামপুরের রাজগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যদ্রব্য দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। আমাদের প্রচেষ্টা থাকবে- বঙ্গবন্ধুর রেখে যাওয়া জনগণ যেন স্বাধীনতার প্রকৃত স্বাদ পান, দু’বেলা দু’মুঠো অন্ন খেতে পান। সেই মহান নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর ১০১তম জন্মদিনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পাঁচ দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কমসূচি গ্রহণ করে। সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।’