ঢাকা, ২০ মে সোমবারঃ রাজধানীর পান্থপথে অভিজাত বিপণী কেন্দ্র বসুন্ধরা সিটি মার্কেটে আজ দুপুরে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ কসমেটিক্স ও ব্যাগ সহ অন্যান্য সামগ্রী বিক্রির অপরাধে আলমাসকে ১ লক্ষ টাকা, মোস্তফা মার্টকে ১ লক্ষ টাকা, বিবিবি কসমেটিকসকে ১ লক্ষ টাকা, সেভলি কসমেটিকসকে ৫০ হাজার টাকা, নিউরো কসমেটিক্সকে ৫০ হাজার টাকা, এবং আমরিন ফ্যাশনকে ১০ হাজার টাকা জরিমানাসহ দোকানটি সাময়িক বন্ধ রাখা হয়।
এসময় জনাব শাহরিয়ার ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘নকল ভেজাল পণ্য বিক্রি করবেন কিংবা সরকারের ভ্যাট ট্যাক্স ফাকি দিবেন? মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন।’