অনলাইন ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসের মহামারী আকার ঠেকাতে সহায়তার জন্য ২১ মিলিয়ন পাউন্ডের (প্রায় ২১৮ কোটি ৪০ লাখ টাকা) তহবিল ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার।
প্রায় ২১৮ কোটি ৪০ লাখ টাকা বিভিন্ন উন্নয়ন সহযোগী ও বেসরকারি সংস্থার মাধ্যমে মহামারী ছড়ানো ঠেকাতে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা খাতে ব্যয় করা হবে।
আজ সোমবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এক বিবৃতিতে এই অর্থ কোথায়, কিভাবে খরচ হবে তার একটি হিসাবও দেওয়া হয়েছে।
করোনা ভাইরাসের ক্ষেত্রে জাতীয় প্রস্তুতি ও মোকাবেলার পরিকল্পনা এবং রোহিঙ্গা ক্যাম্পের প্রস্তুতির জন্য ২১ মিলিয়ন পাউন্ডের তহবিল থেকে প্রায় সমান অর্থ ব্যয় করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিসেফ, ডব্লিউএইচও ও বিশ্ব ব্যাংকের মতো সংস্থার মাধ্যমে চিকিৎসা যন্ত্রপাতি, স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) ক্রয়, টেস্টিংয়ের জন্য ল্যাবরেটরির উপকরণ এবং হাসপাতালে অক্সিজেন সরবরাহের জন্য ৭ মিলিয়ন পাউন্ড ব্যয় হবে।
দেশের ২০টি শহরে বস্তিবাসীদের মধ্যে সচেতনতা তৈরি ও তাদের হাত ধোয়ার স্থান নির্মাণের জন্য ইউএনডিপি ৩ মিলিয়ন পাউন্ড খরচকরবে।
বাকি ১০ মিলিয়ন পাউন্ড রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরি, স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, সাবান বিতরণ, হাত ধোয়ার ব্যবস্থা বাড়ানোর কাজে ব্যবহারেরর জন্য জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোকে দেওয়া হবে।
আর ব্র্যাকের সারাদেশে ৫০ হাজার স্বাস্থ্যকর্মী স্থানীয়ভাবে সচেতনতা তৈরির কাজ করছে উল্লেক করে সংস্থাটির জন্য এক মিলিয়ন পাউন্ডের বেশি বরাদ্দ রাখা হয়েছে।