জাতীয়: শিশুদের খাবার নিয়ে সবসময় দুঃচিন্তায় থাকেন বাবা-মা’রা। ঘরের খাবারের চেয়ে বাইরের খাবারের প্রতি আগ্রহ বাড়ছে এ প্রজন্মের শিশুদের। এমন ধারাবাহিকতা চলতে থাকলে আগামি প্রজন্ম মারাত্মক স্বাস্থ্যঝুকিতে পড়তে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। এখনই সময় সন্তানের খাবারের প্রতি বাড়তি নজর দেওয়া অভিভাবকদের।
যাচ্ছেতাই খাদ্যাভ্যাসে অধিকাংশ শিশুরা স্বাস্থের পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছে প্রতিনিয়ত। এর প্রভাবে একদিকে শিশুরা অপুষ্টিজনিত রোগে ভুগছে অন্যদিকে স্থূলতার হারও বাড়ছে সমান তালে।
যুক্তরাজ্য জুড়ে, শিশুদের স্থূলতা সম্প্রতি রেকর্ড পরিমাণে দাঁড়িয়েছে। এবং স্থূলতার এই প্রবণতা একটি শহরে সবচেয়ে বেশি। তবে সাম্প্রতিক এক জরিপ থেকে জানা যায় যে, ওই শহরটি তাদের শিশু স্থূলতার হার ৬.৪% কমাতে সক্ষম হয়েছে।
শিশুদের স্বাস্থের স্থূলতার হার বাংলাদেশেও অনেক বেশি। স্থূলতার মোকাবেলা করার জন্য নতুন কৌশল হাতে নিতে হবে আমাদের। এ থেকে উত্তোরণের অন্যতম উপায় হলো, অভিভাবকদের শিশুদের ওপর মনোযোগ দেয়ার পাশাপাশি খাদ্যাভাস নিয়ে বাবা মায়েদের ক্লাস করানো।