সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) -এর এক জরিপ প্রতিবেদনে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশেরও বেশি করোনাভাইরাস সংক্রমণ ঘটছে শুধুমাত্র বাজার ও গণপরিবহনে অবাধ যাতায়াতের কারণে। এছাড়া ভিড়ে কিংবা জনসমাগমস্থলের কারণে সংক্রমণের হার আরো ৩০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। বাজার ও গণপরিবহনের ঢিলেঢালা মনিটরিংয়ের কারণেই করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
সরকার ঘোষিত সাত দিনের বিধিনিষেধ আজ রোববার (১১ এপ্রিল) শেষ হওয়ার কথা থাকলেও ১২ এবং ১৩ এপ্রিল ও লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত এই সাত দিনে বাজার ও গণপরিবহনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো প্রবণতা লক্ষ্য করা যায়নি। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলেছেন, গত সাত দিনের লকডাউনে তেমন কোনো ফায়দা হয়নি। সঠিকভাবে লকডাউন এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করলেই শুধুমাত্র সংক্রমণ এবং মৃত্যুহার কমানো সম্ভব।
আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সম্পর্কে তিনি বলেন, এবারের লকডাউন হবে কঠোর লকডাউন।