বাজেটে আমদানি করা ক্যাপসিকামের ওপর শুল্ক আরোপের প্রস্তাবনার একদিন পরই দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। গাজরে বেড়েছে ১০ টাকা। কেজিতে ১০-১৫ টাকা বেড়ে গেছে অন্যান্য সবজির দামও। চড়া মাছবাজারে সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ হয়েছে ইলিশের দাম। তবে ক্রেতার জন্য স্বস্তি রয়েছে মাংসের বাজারে।
এবারের বাজেট গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল। দেশের চাষিদের সুবিধা দিতে এমন সিদ্ধান্ত নেয়া হলেও বাজেট পাসের আগে থেকেই বাড়তি দামে এসব পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের।
বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। সপ্তাহ ব্যবধানে এক কেজি ওজনের এই রুপালি মাছের হালিতে দাম বেড়েছে ৪ হাজার টাকার বেশি। ঊর্ধ্বমুখী দামে অন্যান্য মাছ কিনতেও হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের।বাজারে দেশি মুরগির দর স্থিতিশীল থকলেও কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম।চাহিদা কম থাকায় কেজিতে ৫০ টাকা কমে খাসির মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়। তবে গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই।