ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম কর্তৃক ঢাকা মহানগরীর শান্তিনগর কাঁচা বাজার, এজিবি কলোনি কাঁচা বাজার ও ফকিরাপুল কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আবদুল জব্বার মন্ডল।
আজ শনিবার ঢাকার এই অভিযান পরিচালনার সময় চাল, ডাল, তেল, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক, স্থিতিশীল এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে তদারকি করা হয়। এসকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকৃত মূল্যতালিকা অপেক্ষা অধিক মূল্যে উক্ত পণ্য বিক্রয় না করা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আবদুল জব্বার মন্ডল জানান, স্বাস্থ্যবিধিসহ সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সম্মানিত ক্রেতাগণের প্রতি সনির্বন্ধ অনুরোধ করা হয়। এ ছাড়া টিসিবি কর্তৃক ট্রাক সেল এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয় কার্যক্রমের নিবিড় তদারকি করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।