বাস মালিকদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে। তবে সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হবে না।
রোববার (৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর বিআরটিএ ভবনে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায়, বড় বাসে সর্বনিম্ন ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে এবং মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ৫টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
এদিকে নতুন ভাড়া বাস্তবায়নের জন্য সোমবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভাড়ার তালিকা তৈরির কাজ শুরু করবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আমরা বিআরটিএর সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের ভাড়ার তালিকা তৈরি করার জন্য বলেছি, তারা সোমবার থেকে এই কাজ শুরু করবেন বলে আমাদের জানিয়েছেন।