চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিএসটিআই’র আনুমোদন হীন, ওজনেও কারচুপির দায়ে খাঁজা বেকারিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযানে এ জরিমানা করা হয়েছে।
হাটহাজারী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান এ অভিযান পরিচালনা করেন। এসময় র্যাব-৭ এর কমান্ডার মেজর মেহেদী হাসান, বিএসটিআইয়ের পরিদর্শক মো. মুকুল মৃধা, ফিল্ড অফিসার মোছা. জারিন তাসনিম সিলি।
সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান গণমাধ্যমকে জানান, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। সব কিছু বিবেচনায় নিয়ে সরকার হাটের ঘোষ ফুডকে ৩০ হাজার টাকা, আলাউদ্দিন বেকারিকে ৭৫ হাজার টাকা ও বাস স্ট্যান্ড এলাকার খাঁজা বেকারিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। এছাড়াও তাদেরকে সতর্ক করা হয়েছে।