মি. বেকারসহ তিন প্রতিষ্ঠানকে বিএসটিআই নিবন্ধন সনদ না নিয়ে পণ্য বিক্রি করায় জরিমানা করা হয়েছে। কেক উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ খাবার পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানার পাশাপাশি মামলাও করা হয়। মধ্যে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ঢাকা মহানগরীর গুলশানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মি. বেকার এবং ব্রেড অ্যান্ড বিয়ন্ডকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া বিক্রয়, বিতরণ এবং বাজারজাত করায় এ অর্থদণ্ড দেয়া হয়। ঢাকা জেলার মিরপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এখানে অবৈধভাবে খাবার পানি বাজারজাত করায় নামবিহীন এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
আইন-২০১৮ অনুযায়ী বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন তাদের বিরুদ্ধে মামলা করেন।