ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: রাজধানীর পল্টন ও মতিঝিল থানা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয়। অভিযানে ৬ টি প্রতিষ্ঠানকে একাধিক অপরাধে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পল্টন থানা এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে একই অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মতিঝিলে দুটি ফার্মেসী এবং একটি মিষ্টান্নের দোকানকে আরো ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের দুটি শাখা, বিক্রমপুর সুইটস এবং মুসলিম সুইটসকে দই, পাউরুটি, কেক ও বিস্কিটের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যসহ বেশ কিছু অপরাধে জাতীয় ভোক্তা আইন, ২০০৯ এর ধারা নং ৩৭ অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা এবং রুমিতা ফার্মা ও ইউসুফ ফার্মাকে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয়ের উদ্দ্যেশে সংগ্রহ করায় দুটি প্রতিষ্ঠানকে আরো ৫ হাজার টাকা করে ৬ টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পল্টন থানা পুলিশ ও বাণিজ্য মন্ত্রনালয় সার্বিক সহযোগিতা প্রদান করেন।