আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। তবে এই বিধিনিষেধের আওতায় নেই খাদ্যপণ্য ও পশুর চামড়ার কারখানা।
আজ সোমবার (১৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট কার্যক্রম এবং খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে সম্পৃক্ত সকল মিল-কারখানা এই কঠোর বিধিনিষেধের আওতার অন্তর্ভুক্ত নয়।
এর আগে গত ১৩ জুলাই দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে জানায় যে, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে।