নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বিবিয়ানা গ্যাস ফিল্ডের নতুন দুইটি নলকূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ৮৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার (৯ এপ্রিল) রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পে্ইজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন।
ফেসবুক পোস্টে নসরুল হামিদ জানান, ‘সম্প্রতি বিবিয়ানা গ্যাস ফিল্ডে হঠাৎ সমস্যা দেখা দেয়ার কারণে দেশের কিছু কিছু জায়গাতে গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হয়। সাময়িক এই সমস্যায় আমাদের দ্রুত কিছু উদ্যোগ নেওয়ার ফলে পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে। মেরামতের পর বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে এখন ১১৬৬ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে।’
এসময় তিনি আরো তথ্য দিয়ে বলেন, ‘এছাড়াও সরবরাহ লাইনে যুক্ত করা হয়েছে নতুন দুটি ফ্লোটিং স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। এতে জাতীয় গ্রিডে প্রতিদিন যোগ হবে ৮৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস। দেশীয় এবং আমদানীকৃত- সব মিলিয়ে বর্তমানে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহের পরিমাণ দাড়াবে ৩১০০ মিলিয়ন ঘনফুটের বেশি।’
সংকটকালীন সময়ে সবার ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘শিল্প কারখানা ও আবাসিক গ্যাস নিরবিচ্ছিন্ন করতে আমরা আরও কিছু উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় আছি।’
এদিকে বিবিয়ানা গ্যাস ফিল্ডে বন্ধ হওয়া ছয়টি কূপের একটি এখনও সচল হয়নি। এই কূপটি সচল করতে কাজ করে যাচ্ছেন প্রকৌশলীরা। হঠাৎ সমস্যা হওয়ার পর বিবিয়ানা গ্যাস ফিল্ডে ইতোমধ্যে পাঁচটি কূপ পুনরায় চালু হয়েছে।
২০নং কূপটি নিয়ে এখনো কাজ চলমান রয়েছে বলে জানানো হয় পেট্রোবাংলা থেকে। দ্রুত সমাধানের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন তারা৷