৪ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে মুন্সীগঞ্জের লৌহজংয়ে নৌ-পুলিশ।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে অভিযান চালানো হয়। পরে রাত ৩টার সময় ঢাকা যাওয়ার পথে একটি ট্রাকসহ (ঢাকা মেট্রো ঠ ১১-৮৫১০) ২০টি ড্রামে প্রায় ৪ হাজার কেজি জাটকা ইলিশ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক, হেল্পার ও জাটকা ব্যবসায়ীরা পালিয়ে যায়। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও গরিবদের মাঝে জাটকাগুলো বিলিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, গত পহেলা মার্চ থেকে এ পর্যন্ত পদ্মা নদী, শিমুলিয়া ঘাটে, যাত্রীবাহী বাস ও মাওয়া আড়তে অভিযান চালিয়ে ২৪ মেট্রিক টন জাটকা আটক করা হয়েছে। এছাড়া ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।