নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা।
বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুর ১০ বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
মিরপুর-১৩ নম্বরে সেন্টেক্স গার্মেন্টসের শ্রমিক সজল জানান, আমরা বেতন ভাতার জন্য আন্দোলন করছি। কারখানার মালিক লোক ভাড়া করে আমাদের ওপর হামলা চালিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেছে। আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে।
শ্রমিক আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর মিরপুর ১৩ ও ১৪ এলাকার পোশাক কারখানা থেকে শ্রমিকরা দলে দলে বের হয়ে আসে। তারা সংঘবদ্ধ হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় তারা পিছু হটে।
শ্রমিকরা এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের অস্থায়ী দুটি অফিসে ভাঙচুর করে।
এর আগে সকালে মিরপুর ১০ নম্বরে বেতন বৃদ্ধি ও বকেয়া বেতনর দাবিতে আন্দোলন শুরু করে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান জানান, সকাল থেকে বেশ কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
বিক্ষোভে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক অংশ নিয়েছেন। এসময় শ্রমিকদের লাঠিসোটা নিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে দেখা যায়।