ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে লকডাউনে প্রায় পুরো দেশ। এমন পরিস্থিতিতে এক মাস ধরে বেনাপোল বন্দরে আটকে আছে প্রায় ৫ হাজার পণ্যবোঝাই ট্রাক। এসব পণ্যের বেশির ভাগ শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, কেমিক্যাল ও খাদ্যসমাগ্রী রয়েছে।
গত ২৬ মার্চ থেকে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। এতে আটকা পড়েছে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা শিল্প কারখানার কাঁচামাল ও খাদ্যদ্রব্যসহ পণ্যবোঝাই প্রায় ৫ হাজার ট্রাক। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম বিপর্যয়ের মুখে পড়েছেন আমদানিকারকরা। ভারতের পেট্রাপোল বন্দর দ্রুত খালাসের আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান বেনাপোল বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা।
ভারত থেকে যদি আমাদের গাড়িগুলো বন্দরে ঢোকানোর ব্যবস্থা না করা হয়, তাহলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানান বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরো জানান, আমরা খুবই আশাবাদী দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান হবে। করোনা ভয়কে জয় করেই আমাদের কাজ করতে হবে।
উল্লেখ্য, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিবছর প্রায় ৬০ হাজার কোটি টাকার পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে।