সিনিয়র করেসপন্ডেন্ট
বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সাধারণ প্যাকেজ মূল্য ৪ লাখ৬৩ হাজার৭৪৪ টাকা নির্ধারণ করেছে হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তবে এ প্যাকেজের মধ্যে কোরবানীর খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। এজন্য প্রত্যেক হজযাত্রীতে অতিরিক্ত ১৯ হাজার৬৮৩ টাকা ব্যয় করতে হবে।
বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর হোটেল ভিক্টরীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করেন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
তিনি বলেন, বিমান ভাড়্ মোট ১লাখ ৪০ হাজার টাকা,বাড়ী ভাড়া ১ লাখ৫৮ হাজার৫৬ টাকা, সার্ভিস ও পরিবহন ব্যয়৪২ হাজার ৬৩৫ টাকা, জমজম পানি ২৯২ টাকা,অন্যান্য সার্ভিস চার্জ ৬২ হ্জার ২৩৬ টাকা, লাগেজ পরিবহন ৭২৯ টাকা,ভিসা ফি ৮৩৮৪ টাকা, িন্সুরেন্স ২৬৭৩ টাকা, স্থানীয় সার্ভিস চার্জ ১০০০, ক্যাম্প তহবিল ২০০ টাকা, প্রশিক্ষণ ৩০০, খাওয়া ৩২ হাজার টাকা, নিবন্ধন ২০০০ টাকা, মোনাজ্জেম খরচ ৪০০০, হজ গাইড খরচ১০ ২৩৮ টাকা। এছাড়াও প্রত্যেককে কোরবানীর টাকা ১৯৬৮৩ টাকা অতিরিক্ত হিসেবে নিতে হবে।
হাব সভাপতি বলেন, প্যাকেজের টাকা ১৮ মের মধ্যে জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাব অথবা টাকা জমা দেয়ার রশিদ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, হজ ফ্লাইট পরিচালনায় ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করতে হবে। তা না হলে দ দেশে সব হজ যাত্রীদের দেশে ইমিগ্রশন সম্পন্ন করা সম্ভব হবে না।