প্রতিনিধি : ব্যবসায়ীরা লাফিয়ে লাফিয়ে বাড়াচ্ছে পেঁয়াজের দাম। রাজশাহীতে তিনদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। তবে, নতুন পেঁয়াজ বাজারে না আসার কারণ নির্ধারণ করছে ব্যবসায়ীরা।
দুই দিনের মধ্যে ২৫ টাকা কেজির পেঁয়াজ ৩৫ টাকা হয়েছে। প্রতি বছর রমজানে পেঁয়াজের দাম বাড়ানো হয়। এতে প্রতি বছর প্রশ্ন তোলা হয়। এ কারণে রোজার সময় দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলার আগেই এবার দাম বাড়ানো হচ্ছে বলে ধারণা করছেন তারা।
ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, খুচরা বাজারে ১৮০ টাকা পাল্লা বিক্রি করছি। এক কেজি ৩৫ টাকা দরে বিক্রি করছি। শনিবার হঠাৎ দাম বেড়ে গেল। এর আগে পাইকারিতে এক মণ পেঁয়াজের দাম ছিল ৮০০ টাকা, যা বেড়ে দাঁড়ায় ১৩০০ টাকায়।
প্রতি বছর রোজায় মসলা জাতীয় পণ্যের দাম বেড়ে যায়। এবার উল্টো হতে পারে। নতুন পেঁয়াজ আসতে আর ১৫ থেকে ২০ দিন বাকি। সেক্ষেত্রে রোজায় দাম খুব একটা বাড়বে বলে মনে হয় না। তবে আগাম কিছু বলা যায় না।
আরও দাম বাড়তে পারে এমনই আভাস দিয়েছে পাইকারি পেঁয়াজ বিক্রেতারা। তারা বলছেন, পেঁয়াজের দাম বাড়ার তেমন কোনো কারণ নাই। তবে দেশি পেঁয়াজ মানুষের খাবারের মূল জায়গায় রয়েছে। ভারতীয় পেঁয়াজে ক্রেতাদের আগ্রহ নেই। তবে দেশি পেঁয়াজের দাম আরেকটু বাড়লে ভারতীয় পেঁয়াজ টানবে বলে মনে হচ্ছে।
সূত্র : শেয়ার বিজ/ খাইরুল