সারা বিশ্বে দাপট দেখাচ্ছে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্ট। বাংলাদেশে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্ট সংক্রমণের প্রকোপ বেড়ে যাওয়ার মুখে। ইতিমধ্যেই ভারতে ছড়িয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টও।
দেশে কোভিড সংক্রান্ত সর্বোচ্চ জাতীয় কমিটি সারা দেশে অন্তত ১৪ দিন সম্পূর্ণ ‘শাট-ডাউন’ বা সবকিছু বন্ধ রাখার সুপারিশ করছে। জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন বলে কমিটি মনে করছে।
গত বুধবার রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এক বৈঠক থেকে এই সুপারিশ করা হয়। কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিডের ডেল্টা জীবাণুর সংক্রমণ ক্ষমতা তুলনামূলক ভাবে অনেক বেশি।
বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে সারা দেশেই উচ্চ সংক্রমণ এবং ৫০টিরও বেশি জেলায় এর ‘অতি উচ্চ সংক্রমণ’ লক্ষ্য করা গেছে। ফলে এই মহামারি প্রতিরোধের জন্য খণ্ড খণ্ড ভাবে এতদিন যেসব কর্মসূচি নেয়া হয়েছে তার উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জাতীয় কারিগরি পরামর্শক মন্তব্য করেছে।
এবার ডেল্টা ভ্যারিয়্যান্ট নিয়ে সতর্ক করে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আবেদন করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব সকলকে টিকা নেওয়ার জন্য।
মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন টুইট করে লেখেন, ‘করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট আরও বেশি সংক্রামক এবং প্রাণঘাতী। এটি বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। করোনা টিকা না নেওয়া ব্যক্তিদের এটি আগের তুলনায় আরও বেশি দুর্বল করে দিচ্ছে। তাই যদি কেউ টিকা না নেন, সেক্ষেত্রে অবশ্যই জলদি টিকা নিন।’
এছাড়া করোনার ভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্ট থাবা বসিয়েছে ব্রিটেনেও। দ্রুত ব্রিটেনে এই ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়ছে। ব্রিটেনে মোট ৯০টিরও বেশি ডেল্টা ভ্যারিয়্যান্টের কেস সামনে এসেছে। এখনও পর্যন্ত করোনার এই ভ্যারিয়্যান্ট বিশ্বের ৮০টি দেশে ছড়িয়ে পড়েছে।