নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী গণটিকা কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। কেন্দ্রগুলোতে ভির থাকলেও নিবন্ধনের ঝামেলা না থাকায় খুশি সাধারণ মানুষ।
মঙ্গগলবার সকাল ৯ টা থেকে গণটিকার আওতায় ৭৫ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এদিকে বিভিন্ন গণটিকা কেন্দ্রে দেখা গেছে ভির। তার পরেও খুশি মনে নারী ও পুরুষরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন।
মুগদা স্বস্থ্যকেন্দ্রে টিকা দিয়েছেন হাজেরা বেগম, তিনি বলেন, জাতীয় পরিচয় পত্র নিয়ে টিকা দিলাম। সময় ওকম লেগেছে।
বাসাবোর গৃহবধূ রত্না বেগম বলেন, টিকাদান কেন্দ্রে শুধু জাতীয় পরিচয়পত্র নিয়ে গিয়েই টিকা দিতে পেরেছি। অন্য সময় টিকা দিতে হলে আগে থেকেই অনলাইনে নিবন্ধন করতে হতো। এসএমএস আসার পর টিকা দিতে হতো। কিন্তু গণটিকায় এমন ঝামেলা না থাকায় আমরা খুশি।
৫০উর্ধ্ব আব্দুল খালেক বলেন, কেন্দ্র আসার আধ ঘন্টার মধ্যেই আমার সিরিয়াল এসেছে। ঝামেলাও কম।
তবে একই চিত্র প্রায় সব টিকা দান কেন্দ্রে।