ঢাকা, ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবারঃ রোজার মাস গত হবার সাথে সাথে সাধারণ মানুষ আশংকা প্রকাশ করেছিলেন ভেজালসহ অন্যান্য প্রতারণার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে কিনা। এই আশংকা প্রকাশ করে ‘ভোক্তাকণ্ঠে’ যোগাযোগ করেছিলেন অনেক নাগরিক। তাঁদের আশংকা অমূলক ছিলোনা, কারণ মাঝে কিছুটা স্তিমিত ছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেশব্যাপী চলমান বাজার তদারকি অভিযান।
তবে, দেশের আপামর মানুষ পুনর্বার আশাবাদী হচ্ছেন গেল এক সপ্তাহের তদারকি অভিযান চলমান গতি দেখে। গতকাল বুধবার ৪ সেপ্টেম্বর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক আফরোজা রহমান এবং সহকারী পরিচালক আতিয়া সুলতানা ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। তদারকি কালে পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা বিক্রয় মূল্য লেখা না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রক্রিয়াকরণের অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়। গতকালের তদারকি অভিযানে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।