ঢাকা, ২৮ আগস্ট বুধবারঃ ‘ভোক্তা অভিযোগ নিস্পত্তি জাতীয় কমিটি, ক্যাব’-এর অষ্টম সভা আজ ২৭ আগষ্ট ২০১৯ মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটে ভোক্তাকন্ঠ কার্যালয়ে স্থপতি মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন ‘ভোক্তা অভিযোগ নিস্পত্তি জাতীয় কমিটি, ক্যাব’-এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার আলী আহমদ এনামুল হক, সদস্য অধ্যাপক এম শামসুল আলম, শুভ কিবরিয়া, আলমগীর কবীর। সভায় আরও উপস্থিত ছিলেন ভোক্তাকন্ঠের পক্ষে ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক এম,এন, কোরেশী এবং কলসেন্টারের ব্যবস্থাপক অরুণিমা ইসলাম।
সভায় ভোক্তাস্বার্থ সুরক্ষায় করণীয় নানাবিধ বিষয়াদি আলোচিত হয়। স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভোক্তার অধিকার বিষয়ে সচেতনতা তৈরির জন্য একটি বৃহৎ পরিকল্পনা তৈরি করা হয়। এবং ভোক্তাস্বার্থ যেখানেই লংঘিত হবে সেখানেই বিধি মোতাবেক তার প্রতিকারের ব্যবস্থা নেবার বিষয়ে শিক্ষার্থিদের প্রশিক্ষণের ব্যবস্থা নেবার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জনআস্থামূলক কর্মকান্ডের মধ্য দিয়ে ‘ভোক্তা অভিযোগ নিস্পত্তি জাতীয় কমিটি, ক্যাব’-কে ভোক্তাস্বার্থ সুরক্ষায় জনগণের নির্ভরতার প্রতীক হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার মাধ্যমে সভার কাজ শেষ হয়।