মানিকগঞ্জ প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ঢাকার মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে রবিবার (১৯ ডিসেম্বর) সকালে বুস্টার ডোজ টিকার কার্যক্রম শুরু করা হবে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বুস্টার ডোজ টিকা গ্রহীতাদের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শুরুর দিকে বয়স্ক এবং করোনা পরিস্থিতিতে সম্মুখসারিতে কাজ করা ব্যক্তিরা বুস্টার ডোজের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা গ্রহীতার সংখ্যা বাড়বে।’
শুভ্র সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সদর উপজেলার মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ করেন মন্ত্রী।