মানিকগঞ্জ, ১৫ অক্টোবর মঙ্গলবারঃ আমাদের মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন হতে জানা গেছে, গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সিংগাইর উপজেলার ঝামটি বাজার ও থানা রোডে পরিচালিত এক বাজার তদারকি পরিচালনা করেন। এসময় মেয়াদোত্তীর্ণ্ ঔষধ ও পণ্য বিক্রি করার দায়ে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৫১ অনুসারে মেসাস পিংকি ফার্মেসীকে ১২,০০০ টাকা, মেসাস ফজলু মেডিসিন কর্ণারকে ৭,০০০ টাকা ও মেসাস আরশেদ ষ্টোরকে ৩,০০০ টাকা এবং পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় একই আইনের ধারা ৩৭ অনুযায়ী মেসাস হক ফার্মেসীকে ৩,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
এছাড়া চারিগ্রাম বাজার সংলগ্ন পেঁয়াজের আড়ৎ তদারকি করা হয়। ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না নেওয়া এবং মূল্য তালিকা প্রদর্শন করতে কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়। গতকালের বাজার তদারকিতে সহযোগিতা করেন জেলা ক্যাবের কার্যকরী সদস্য এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মানিকগঞ্জ সার্বিক সহযোগিতা প্রদান করেন বলে জানা গেছে।