ঢাকা, ৩ জুলাই বুধবারঃ আজ দুপুর ১টা থেকে রাজধানীর ডেমরা এলাকায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বহুল আলোচিত মডার্ন হারবালের একটি কারখানাকে সিলগালা ও ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, এই প্রতিষ্ঠানের প্রায় ৪০০টি পণ্য বাজারে রয়েছে। এসব উৎপাদনে যেসব রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সেগুলোর মেয়াদ নেই। কোম্পানির মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে দেখা গেছে, এখানে সাত, আট ও নয় বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে এমন রাসায়নিকে পূর্ণ। বছরের পর বছর ধরে প্রতিষ্ঠানটি যেসব পণ্য উৎপাদন করেছে, তার কোনোটারই ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড (বিএমআর) নেই।