ভোক্তাকন্ঠ ডেস্ক: চলতি বছরের মার্চ মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। এতে নিহত হয়েছেন ৫৮৯ জন। আহত হয়েছেন আরও ৬৪৭ জন। আর নিহতের মধ্যে ৬১ জন নারী ও ৯৬ জন শিশু রয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত জরিপে এ তথ্য উঠে এসেছে। আজ রোড সেফটি ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মার্চে ১৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২১ জন। যা মোট নিহতের ৩৭ দশমিক ৫২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক৪২ শতাংশ। দুর্ঘটনায় ১৬২ জন পথচারী নিহত হয়েছেন। যা মোট নিহতের ২৭ দশমিক ৫০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৩ জন। অর্থাৎ ১২ দশমিক ৩৯ শতাংশ প্রাণহানি হয়েছে শ্রমিকের।
মার্চে ৫টি নৌ-দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। ১১টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।