দেশে প্রতি মাসে চার কোটি লোককে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
বুধবার (১০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পোল্যান্ডের দেওয়া ৩২ লাখ টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ কোটি টিকা নিজস্ব টাকায় কিনেছি। সব টাকা পরিশোধ করা হয়েছে। আমাদের ২৮ কোটি টিকা দরকার, পেয়ে যাব। বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত টিকা আসতে থাকবে। প্রতি মাসে চার কোটি লোককে টিকা দেওয়া হবে।’
দেশে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া ব্যবস্থাও আছে বলে জানান সচিব লোকমান হোসেন মিয়া।
লোকমান হোসেন বলেন, ‘অ্যাস্ট্রাজেনেকার ১৪ লাখের কিছু বেশি টিকা সৌদি আরব আমাদের দিচ্ছে। কালই (মঙ্গলবার) আমরা পেয়েছি, কাল রাতেই এমওইউ স্বাক্ষর হয়েছে। এগুলো বিশেষ ফ্লাইটে দেশে আসবে। পোল্যান্ড অ্যাস্ট্রাজেনেকার ৩২ লাখ ডোজ টিকা হস্তান্তর করেছে। অ্যাস্ট্রাজেনেকার টিকা আমাদের দরকার বেশি। ফ্রান্স ইতোমধ্যে কোভ্যাক্স থেকে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল (মঙ্গলবার) ভারত থেকে পেয়েছি প্রায় ৫০ লাখ টিকা, চীন থেকেও ৫০ লাখ টিকা পেয়েছি। আরও টিকা আসবে। সকল দেশকে আমাদের টিকা দিতে বলেছি, যারাই দেবে তাদের টিকাই নেব।’
সরকার ফাইজার ও মডার্না থেকে তিন কোটির মতো টিকা পেয়েছে বলেও জানান সচিব লোকমান হোসেন। এ সময় সচিব দেশবাসীকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাইকে টিকা দিতে পারব। আমাদেরে যেন আইসিইউতে যেতে না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। আমরা আইসিইউর বিড়ম্বনা আর চাই না।’
এদিকে মঙ্গলবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানান, পোল্যান্ড ও সৌদি আরব থেকে অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা পাবে বাংলাদেশ। টিকাগুলো উপহার হিসেবে দিচ্ছে দেশ দুটি। এর মধ্যে ৩৩ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে পোল্যান্ড। অন্যদিকে, ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে সৌদি আরব।
একইদিন দিবাগত রাতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। মূলত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী জঁ কাসতেক্সের সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেয় দেশটি।