বরিশাল, ১০ সেপ্টেম্বর মঙ্গলবারঃ গতকাল সোমবার রাতে বরিশাল শহরের লঞ্চঘাট এলাকার ‘শিরিন মেডিক্যাল হলে’ জেলা ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায়, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক দুইজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। শিরিন মেডিক্যাল হলের মালিক শিরীন খানম ও তাঁর সহযোগী দেবাশীষ চক্রবর্তীকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে র্যাব-৮ এর সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।