ভোক্তাকন্ঠ প্রতিনিধি: রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ও টিসিবির নিত্যপণ্যের বিক্রয় কার্যক্রমে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
আজ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহার নির্দেশনায় সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে লার্জ ফার্মা শান্তিনগর শাখাকে ১০ হাজার টাকা এবং ১ হাজার সাতশত টাকার আমদানিকৃত শিশু খাদ্য (গুঁড়ো দুধ) ৩ হাজার ছয়শত টাকায় বিক্রয় করার অপরাধে তামান্না ফার্মেসী শান্তিনগর শাখাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত তদারকি কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিগণ সহায়তা প্রদান করেন।
অভিযান শেষে জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল বলেন, ভোক্তা স্বার্থ সংরক্ষণে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বদ্ধপরিকর।