কুষ্টিয়া, ১০ অক্টোবর বৃহস্পতিবারঃ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় পরিচালিত এক বাজার তদারকি অভিযানে জেলার মিরপুর উপজেলার তহবাজারস্থ ‘রওনক বীজ ভান্ডারে’ বিপুল পরিমান সিম, চিচিঙ্গা, টম্যাটো , সোনালী ডাটা, মিষ্টি কুমড়ার বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ বীজ পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
দোকানে মূল্য তালিকা না থাকায় ইউসুফ স্টোর, ভাই ভাই মুরগির দোকান,এবং রাকিব মুরগির দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ – ধারা ৩৮ অনুসারে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আজকের বাজার তদারকি কার্যক্রমে সর্বমোট ১৩,০০০ হাজার আদায় করা হয়।