বন্দরে আসা ১২ সারির জাহাজের কন্টেইনার একসঙ্গে স্থানান্তর করার বিষয়টি মাথায় রেখে মোংলা বন্দরে ‘মোবাইল হারবার ক্রেন’ সংযুক্ত করা হয়েছে।
জার্মানের রকস্ট্রক বন্দর থেকে মোবাইল হারবার ক্রেন নিয়ে মোংলা বন্দরে পৌছে ইতালির পতাকাবাহী বিদেশি জাহাজ ইমকি। জাহাজটিতে বন্দরের জন্য অত্যাধুনিক তিনটি মোবাইল হারবার ক্রেন ও ৮০টি প্যাকেজে করে এর যন্ত্রাংশ আনা হয়েছে।
বুধবার (৭ জুলাই) বিকেলে ইতালির পতাকাবাহী জাহাজটি বন্দরের নয় নম্বর জেটিতে নোঙর করে।এর আগে গত ১৫ জুন দুটি মোবাইল হারবার ক্রেন আমদানি করেছিল বন্দর কর্তৃপক্ষ।
বন্দর সূত্রে জানা যায়, ১ হাজার ৩৩২ টন ওজনের এই মোবাইল হারবার ক্রেনের জন্য ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা। বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন করতে নতুন-নতুন যন্ত্রাংশ অনেক ক্ষেত্রেই বন্দরের সক্ষমতা বৃদ্ধি করে দেবে। বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিংসহ অনেক কাজ চলমান রয়েছে।
আরও পড়ুন: মোট জনবলের সর্বোচ্চ ৪০ শতাংশ বাংলাদেশি কর্মী থাকতে পারবে সৌদি – VoktaKantho.com