অনলাইন ডেস্ক: দেশের মৎস্য ও প্রাণিসম্পদ পণ্যের উন্নয়নে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে মিসর।গতকাল শুক্রবার বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান।
মিসরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ বলেন, বাংলাদেশ ও মিসর ভাতৃপ্রতিম রাষ্ট্র। দুদেশের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতিগত নানা মিল রয়েছে। উভয় দেশের বন্ধুত্ব ও পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি করতে চায় মিসর। বাংলাদেশের প্রাণিসম্পদ ও মৎস্য খাতে মিসরের অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও এ খাতে রোগ প্রতিরোধে মিসরীয় ওষুধ ব্যবহার করার সুযোগ রয়েছে।
ওয়ালিদ আহমেদ আরো বলেন, মিসর মৎস্য খাতে ভালো উন্নতি সাধন করেছে। বাংলাদেশ এখন মিশরের থেকে এ সুযোগ গ্রহন করতে পারে। প্রাণিসম্পদ ও মৎস্য খাতে বাংলাদেশ মিসরীয়দের থেকে অভিজ্ঞতা, কারিগরি সহায়তা গ্রহণ করতে পারে।
সাক্ষাৎ শেষে রেজাউল করিম জানান, এ সংশ্লিষ্ট খাতে আরও কী কী সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করা যায়, তা খতিয়ে দেখতে উভয় পক্ষ সম্মত হয়েছে ।