ময়মনসিংহ ২২ মার্চ রোববারঃ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধার বাজার ও বিদ্যাগঞ্জ বাজারে পরিচালিত অভিযানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে দু’টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয় বলে জানিয়েছেন আমাদের স্থানীয় প্রতিনিধি।
আজকের বাজার তদারকি অভিযানে, ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করার পাশাপাশি ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার পরামর্শ প্রদান করা হয়। একই সাথে খুচরা বিক্রেতা ব্যতীত একজন ভোক্তার নিকট প্রয়োজনের অতিরিক্ত পণ্য বিক্রয় না করার জন্য পাইকারী বিক্রেতাদের প্রতি আহবান জানানো হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) এর সাধারণ সম্পাদক গোলাম রহমান ফিলিপ এবং স্থানীয় পুলিশ সদস্যরা।