ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর মালিবাগে অনিয়মের অভিযোগে রসিকলাল সুইটসকে দুটি আইনে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে বুধবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।
অভিযানে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ঘি এবং দই পণ্য দুটি বিক্রি ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ অনুসারে মালিবাগের চৌধুরীপাড়ার রসিকলাল সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে একই অপরাধে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য দুটি বিক্রি এবং বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, একই এলাকায় অবস্থিত কেক টাউনকে বিএসটিআই এবং পণ্য মোড়জাতকরণ সনদ গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অপর একটি প্রতিষ্ঠান সততা বেকারি এন্ড সুইটফুডকে বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণের বিষয়ে বিএসটিআই অফিসে যোগাযোগের জন্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও দোকানটিতে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পণ্য ফেস ক্রিম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) জেব-উন নেছা ও পরীক্ষক (মেট্রোলজি) সোহানুর রহমান।
এছাড়াও, ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন পরিদর্শক (মেট্রোলজি) মো. মোশাররফ হোসেন।