ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি এমপি’র ব্যক্তিগত তরফ থেকে প্রদত্ত ত্রিশ হাজার মাস্ক এর মধ্যে আরও ৬০০০ মাস্ক শ্রমজীবী, মেহনতি, নিম্নবিত্ত, বিভিন্ন বাজার ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সদস্যবৃন্দ।
এসময় জনকল্যাণমূলক কাজের জন্য উপস্থিত ভোক্তাগণ অধিদপ্তরকে সাধুবাদ জানান।
একইসাথে জাতির এই ক্রান্তিকালীন সময়ে মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহার নির্দেশনায় মহানগরীতে মাস্ক বিতরণ কার্যক্রম ও বাজারতদারকি পরিচালনা করে।
কাপ্তানবাজারে মাংস ও মুরগীর পাইকারী বাজারে অনিয়মের কারণে জরিমানা ও সতর্ক করা হয় এবং টিসিবির ন্যায্য মূল্যে ট্রাকে পণ্য বিক্রয় তদারকি করা হয়। এছাড়াও বাবুবাজার চালের আড়ত, শ্যামবাজার পেঁয়াজের আড়ত, ইসলামবাগ বাজার, লালবাগ কেল্লারমোড় বাজার, পলাশী বাজার, হাতিরপুল বাজার, শান্তিনগর বাজার, মিরপুর ৬ নং কাঁচাবাজার, মিরপুর ১ কাঁচাবাজার, কল্যাণপুর বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউনহল মার্কেট, রায়বাজার কাঁচাবাজার ও ঝিগাতলা কাঁচাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।।
মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর পরিচালনায় ভোক্তা অধিদপ্তরের ৩ টি টিম ও অধিদপ্তরের কর্মকর্তার সমন্বয়ে বাণিজ্য মন্ত্রলায়ের ৩ টি মনিটরিং টিম রাজধানীর ১৫ টি বাজার সহ শিশুখাদ্য, সার্জিকেল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এর খুচরা প্রতিষ্ঠানে দিনব্যাপি অভিযান পরিচালনা করে বিক্রয় মূল্যে কারসাজি ও পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মুল্যতালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় ৫ টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন।
উক্ত অভিযানসমূহে নেতৃত্ব প্রদান করেন উপ পরিচালক জনাব মোঃ মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস এবং মন্ত্রণালয়ের মনিটরিং টিমে তদারকি করেন সহকারী পরিচালক জনাব আবদুল জব্বার মন্ডল, জনাব মাগফুর রাহমান ও জনাব প্রণব কুমার প্রামাণিক।