করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ১ জুলাই থেকে কঠোর লকডাউন পালিত হচ্ছে। তবে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধের নানা অজুহাতে বাড়ির বাইরে বের হচ্ছে মানুষ।
আজ ১১ তম দিনে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে অন্য দিনের তুলনায় বেশি মানুষ লক্ষ্য করা গেছে। এর মধ্যে মহাখালী, তেজগাঁও, মগবাজার, মৌচাকসহ বিভিন্ন এলাকার সড়কে দেখা যায়, রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের চাপ রয়েছে।
পুলিশের চেকপোষ্টে চেক চলছে। তবে পুলিশ বলছে, নানান অজুহাত দিয়ে বের হচ্ছেন মানুষ। তাদের মধ্যে অনেককে সাবধান করে ছেড়ে দিচ্ছে চেকপোস্ট থেক আবার কারও কারও বিরুদ্ধে মামলাও হচ্ছে।
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে অস্থায়ী চেকপোস্টের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক গাড়ি তল্লাশি করছে। পূর্বের চেয়ে চলাচল কিছুটা বেড়েছে বলে দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানান।
এছাড়া তেজগাঁও, মগবাজার, মৌচাকসহ বিভিন্ন চেকপোষ্টে চাপ দেখা গেছে। কঠোর লকডাউনের প্রথম দিন থেকেই নানান অজুহাতে এবং অকারণে বের হওয়া মানুষদেরকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই সংখ্যাটি ও কম নয়। শুধুমাত্র গতকাল রাজধানীতে অকারণে বের হওয়ায় ৭৯১ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।